উৎসবমুখর পরিবেশে খুলনা-বরিশাল সিটিতে ভোটগ্রহণ চলছে
প্রকাশিত : ০৮:৩২, ১২ জুন ২০২৩
উৎসব মুখর পরিবেশে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনে ইলেক্টনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
খুলনা নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোটকেন্দ্র্র এবং ১ হাজার ৭৩২টি বুথ স্থাপন করা হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ হাজার ৭৬০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
এই সিটিতে মেয়র পদে পাঁচ জন, ৩১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ১৩৬ এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খুলনায় ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
এদিকে, বরিশাল সিটি করপোরেশনেও সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সকাল ৮টায় সিটি কর্পোরেশন এলাকার ১২৬টি কেন্দ্রে ৮৯৫টি বুথে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহন শুরু হয়।
সকাল থেকে নাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন মহিলা ও পুরুষ ভোটাররা। তবে এবারের নির্বাচনে সকালে পুরুষের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি অনেকটা বেশি।
এবারের নির্বাচনে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই সিটিতে ৭ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যাক আইনশৃংখলাবাহিনী নিয়োজিত রয়েছে।
এএইচ
আরও পড়ুন