ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উৎসাহ-উদ্দিপনায় সারাদেশে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১৫:৩০, ১৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

উৎসাহ-উদ্দিপনায় নানা আয়োজনে সারাদেশে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সূর্য্য উদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বণির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। 

আজ সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী সরকারি এবং বেসকারি উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয়মেলার উদ্বোধন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ থাকছে নানা আয়োজন। 

চট্টগ্রাম নগরীর সাগর উপকূলে কাট্টলীতে অস্থায়ীভাবে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনসহ প্রসাশনের কর্মকতা কর্মচারীরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে সিটি কর্পোরেশনের উদ্যোগে সম্মাননা দেয়া হয় মুক্তিযোদ্ধাদের। এদিকে ‘চল দুর্জয় প্রাণের আনন্দে’ এই স্লোগানে নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসনের তত্বাধানে শুরু হয়েছে বিজয় মেলা। 

ময়মনসিংহে সূর্য্য উদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বণির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। নগরীর পাটগুদাম সংলগ্ন কেন্দ্রিয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রথমে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। পরে একে একে শ্রদ্ধা জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ। এ উপলক্ষ্যে দিনব্যাপি নানা আয়োজন রয়েছে। 

সূর্যদোয়ের সাথে সাথে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে মহান শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর গার্ড অব অনার প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। 

বিজয় দিবসের ভোর থেকেই ফুলে ফুলে ভরে উঠছে খুলনার গল্লামারী স্মৃতিসৌধ। প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ। একে একে শ্রদ্ধা জানান প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন। বিজয় মেলায় আনন্দে মেতে ওঠে বিভিন্ন ময়সের মানুষ।

বরিশাল নগরীর ঐতিহাসিক বেলসর্পাক ময়দানে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপতি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকালে রাজশাহীতে প্রশাসনের কর্মকর্তারা কোর্ট শহীদ মিনারে এবং মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা নগরীতে বিজয় র‌্যালী বের করে। পরে সাহেববাজার জিরোপয়েন্টে আলোচনার সভার আয়োজন করে তারা।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন করেন।  

এছাড়া চুয়াডাঙ্গা, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ, নরসিংদী, মৌলভীবাজার, দিনাজপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, টাঙ্গাইল, কুমিল্লা, বাগেরহাট, ঠাকুরগাঁও ও ভোলাসহ সারাদেশে উৎসাহ উদ্দিপনায় উদযাপন হয়েছে দিনটি।

এছাড়া দিনের অনান্য কর্মসূচির মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয়মেলার উদ্বোধন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও পুরস্কার বিতরণীসহ হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশনের মধ্যে দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি