উড়ুক্কু বাইকে অপরাধী ধরবে দুবাই পুলিশ
প্রকাশিত : ১০:৪৭, ২৩ অক্টোবর ২০১৭
বিশ্বের সবচেয়ে আধুনিক ও অভিনব প্রযুক্তির গাড়ি ও বাইক ব্যবহার করে দুবাই পুলিশ। এবার সে ধারায় যুক্ত হলো উড়ন্ত মোটরবাইক। সম্প্রতি দুবাইয়ের পুলিশ উড়ুক্কু মোটরবাইক পরীক্ষা করে দেখেছে।
দুবাই পুলিশের বিশ্বাস, মাথার ওপর দিয়ে উঁড়ে যাবতীয় বাধা অতিক্রম করে অপরাধী ধরতে দারুণভাবে কাজে আসবে এই বাইক।
এ উড়ন্ত মোটরবাইকের ডিজাইন করেছে রাশিয়ার প্রযুক্তি কোম্পানি হোভারসার্ফ। স্করপিয়ন নামে এ উড়ন্ত মোটরবাইকটি চারটি পাখার ওপর ভর করে শূন্যে অবস্থান ও চলাচল করতে পারবে। বাইক বলা হলেও এটি দেখতে অনেকটা ড্রোনের মতো।
বাইকটি একটানা ২৫ মিনিট ধরে ঘণ্টায় ৪০ মাইল বেগে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। এর একটি সিটে ৬০০ পাউন্ডের কাউকে বহন করা যাবে। এ বছর টেক-শোতে প্রদর্শনের পরপরই দুবাই পুলিশ `স্মার্ট সিটি` পরিকল্পনায় এটি যোগ করে।
নির্মাতা প্রতিষ্ঠান হোভারসার্ফ সিইও আলেকজান্ডার আটামানভ এ বিষয়ে বলেন, ”দুবাই পুলিশের সঙ্গে আমরা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। তারা দুবাইয়ে এই যানের প্রসার বাড়ানোর আমন্ত্রণ জানিয়েছে।”
এ উড়ন্ত বাইক পরীক্ষার কাজটিও ইতোমধ্যে সেরে নিয়েছে দুবাই পুলিশ।
এমআর / এআর