উড়ুক্কুযান আনলো কিটি হক
প্রকাশিত : ১০:৩০, ৯ জুন ২০১৮ | আপডেট: ১০:৩২, ৯ জুন ২০১৮
যাত্রী নিয়ে আকাশে উড়বে যান। ভাবতে অবাক লাগলেও এমন যান উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কিটি হক। উড়ুক্কু যানকে মানুষের ‘দৈনন্দিন জীবনের অংশ’ করার লক্ষ্যেই এ যানটি উন্মোচন করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহক চাইলে এখনই কিনতে পারবেন ফ্লাইয়ার।
ফ্লাইয়ার নামের এ যানটি ওড়ানো একাবারে সহজ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও সেবাস্টিয়ান থরুন। তিনি বলেন, এটি বিনোদনমূলক কাজের জন্য নিখুঁত। এছাড়া সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটি অত্যন্ত নিঃশব্দে চলে। তবে উড়ুক্কুযানটির বাজারমূল্য এখনও নিশ্চিত করে বলা হয়নি।
ছোট এই উড়ুক্কুযানটির পাখার বিস্তৃতি ৮x১৩ ইঞ্চি। এ যানটি মাত্র একজন ব্যক্তিকে উড়িয়ে নিয়ে যেতে পারবে। গতি এবং সর্বোচ্চ উচ্চতার দিক থেকে কিছুটা কম আকর্ষণীয় হতে পারে এটি। তিন মিটার উচ্চতায় ঘন্টায় সর্বোচ্চ ২০ মাইল বেগে উড়তে পারে ফ্লাইয়ার।
উড়ুক্কুযানটি যখন আকাশে থাকে দূরত্বের ওপর নির্ভর করে ঘাস কাটার যন্ত্র (৫০ ফুট) বা জোরে কথোপকথনের (২৫০ ফুট) মতো শব্দ করে।
সূত্র: সিএনএন
একে//
আরও পড়ুন