ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ঋণ খেলাপিদের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৬:০২, ২৪ জুন ২০১৯

দেশে খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ২০ হাজার কোটি টাকা। আর ৯ হাজার ৩৭০ জন ঋণ খেলাপিদের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এক শুনানিতে ঋণ খেলাপিদের ছাড় দেওয়ার কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত শনিবার দেশের শীর্ষ ৩০০ ঋণখেলাপির তালিকা সংসদে প্রকাশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদে এ তালিকা প্রকাশ করায় সাধুবাদ জানিয়েছেন হাইকোর্ট। আমসহ মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার রোধসংক্রান্ত এক রিটের শুনানিতে গতকাল রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সাধুবাদ জানান।

প্রসঙ্গত, ব্যাংক খাতে অর্থ আত্মসাৎ, ঋণ অনুমোদনে অনিয়ম, সুদ মওকুফ সংক্রান্ত বিষয় তদন্ত ও সুপারিশ প্রণয়নে কমিশন গঠন করতে গত ২৩ জানুয়ারি সংশ্লিষ্ট ৫ সচিবসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে উকিল নোটিশ দেওয়া হয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে গত ১৬ মে শুনানি শেষে আজ ২৪ জুনর মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন হাইকোর্ট।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি