ঢাকা, রবিবার   ০৭ জুলাই ২০২৪

ঋণের বোঝা সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬, ৪ জুলাই ২০২৪

যশোরের শার্শায় ঋণের বোঝা সইতে না পেরে কীটনাশক খেয়ে সজল হোসেন (৩৫) এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান  তিনি। 

সজল হোসেন শার্শা উপজেলার পানবুড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ও নাভারন বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সজল হোসেন ব্যবসায়ীক প্রয়োজনে স্থানীয় একাধিক ব্যাংক, ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনেক লোন নেওয়াসহ ধারদেনা করে বর্তমানে ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভূগছিলেন। বুধবার সকাল ১১টার দিকে সজল হোসেন কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজল মারা যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মুদি ব্যবসায়ী সজল হোসেন আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি