ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

ঋণের হিসাব চক্রবৃদ্ধি নয়, হবে সরল হারে : অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২:০২, ১৯ মার্চ ২০১৯

খেলাপি ঋণের সুদ সরল হারে গণনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। খেলাপি ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে হিসাবের কারণে গ্রাহকের নানা সমস্যা হচ্ছে। পৃথিবীর কোনো দেশে এটি নেই। তাই আগামী বাজেটের আগেই এটি তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

গতকাল সোমবার শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্রীয় বাণিজ্যিক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি, চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

তিনি খেলাপি ঋণ গ্রহীতাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘খারাপ বা অসাধু ব্যবসায়ী যাঁরা আছেন, যাঁরা টাকা নিয়ে দেননি তাঁদের কাছ থেকে যেভাবেই হোক টাকা আদায়ের ব্যবস্থা করব।’

আর্থিক বা ব্যাংকিং খাতের ত্রুটি-বিচ্যুতি দূর করতে একটি কর্মপরিকল্পনা তৈরি করার কথাও তিনি বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, একটা কম্পানিতে একাধিক মালিক থাকলে এর মধ্যে একজনের ঋণ খেলাপি হলে পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। আবার গ্রুপ কম্পানির মধ্যে একটা খারাপ হলে তার জন্য সব বন্ধ করতে হবে—এটা সঠিক নয়।

অর্থমন্ত্রী বলেন, ‘আর্থিক বা ব্যাংকিং খাতে সামান্য ত্রুটি-বিচ্যুতি আছে। এটা দীর্ঘদিন থেকেই আছে। এ ত্রুটি-বিচ্যুতি বাড়তে বাড়তে এখন এমন একটা পর্যায়ে এসেছে যে এটাতে এখন হাত দিতে হবে। আমরা এ জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করব।’

তিনি বলেন, ‘আমাদের কী পরিমাণ সম্পদ আছে তা জানতে হবে। সে জন্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে স্পেশাল অডিটের ব্যবস্থা করেছি। আর কারা ভালো ব্যবসায়ী, খারাপ ব্যবসায়ী, তাদের সম্পর্কে জানতে হবে। ভালো ব্যবসায়ীদের আমরা সাহায্য করব।’

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে অর্থমন্ত্রীর কথা বলার সময় প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী ভালো ব্যবসায়ীদের সাহায্য করার পাশাপাশি যোগ্য ব্যক্তিদের ব্যাংকে বসানো হবে বলেও মন্তব্য করেন।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি