ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এ বছর স্বাধীনতা দিবসে থাকছে না কোনো কুচকাওয়াজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চলতি বছরের স্বাধীনতা দিবস উদযাপনে কোনো কুচকাওয়াজ অনুষ্ঠান থাকছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। 

রোববার (১৬ মার্চ) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ তথ্য জানান। 

সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, আমরা কোনো আনন্দ উল্লাসের মধ্যে নেই। গত ডিসেম্বরেও কুচকাওয়াজ হয়নি, মার্চেও হবে না। স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা বা কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, জানতে চাইলে সচিব বলেন, আমি কোনো ঝুঁকি দেখছি না।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি