ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এ বাজেট নির্বাচনী বাজেট নয় : সেতুমন্ত্রী [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৮ জুন ২০১৮ | আপডেট: ২১:৪০, ৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এবারের বাজেট আওয়ামী লীগের কোনো নির্বাচনী বাজেট নয়। এটা একটা জনবান্ধব বাজেট হিসেবে প্রস্তাব করা হয়েছে। এনিয়ে আলোচন সমলোচনা থাকবে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিকল্প ফেরিঘাট নির্মাণের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, বড় বাজেট বড় চ্যালেঞ্জ; বড় চ্যালেঞ্জ অ‌তিক্রম করার সৎ সাহস একমাত্র শেখ হা‌সিনার সরকারের রয়েছে। প্রস্তাবিত বাজেট নির্বাচনের নয়, জনগণের বাজেট বলে।

বাজেট নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, এ বাজেট বাস্তবায়ন সরকারের একটা চ্যালেঞ্জ। বুঝে বা না বুঝে বিএনপি সবসময়ই বিরোধী কথা বলে। সমালোচনা করাই তাদের আসল কাজ।

তিনি বলেন, ঈদুল ফিতরে যেন নিরাপদে মানুষ ঘরে ফিরতে পারে সে লক্ষ্যে মহাসড়কে যানজট কমাতেই শেখ হাসিনার নির্দেশে মেঘনা-গোমতির এই ফেরি সার্ভিস চালু করা হচ্ছে। এ কারণে দ্রুত গতিতে রাস্তা ও নদীর ঘাট মেরামত করার কাজ চলছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছিলেন সড়ক ও জনপদ বিভাগ এবং বিআইডব্লিউটিএ`র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 টিআর/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি