ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এই গরমে এসি হেলমেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ধীরে ধীরে শুরু হচ্ছে তাপদাহ। তাই এই গরমে হেলমেট পরতে চান না অনেকেই। তবে তাঁদের কথা মাথায় রেখে নিরাপত্তার পাশাপাশি এবার গরমে মাথা ঠাণ্ডা রাখতে এসে গেছে এসি হেলমেট। শুনতে অবাক লাগলেও ভারতের হায়দরাবাদের তিন যুবক এ হেলমেট তৈরি করছেন।

জানা গেছে, ওই হেলমেট মাথায় পরলে গরমকালে মিলবে ঠাণ্ডা হাওয়া। আর শীতকালে পাওয়া যাবে গরম হাওয়া। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওই তিন যুবকের নাম কৌস্তভ কৌন্দিনইয়া, শ্রীকান্ত কোম্মুলা ও আনন্দ কুমার।

২০১৬ সালে বাচুপল্লীর ভিএনআর ভিগানা জ্যোতি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংএ পাশ করেছে এ তিন যুবক। নয়াদিল্লীর রাস্তায় ধূলাবালি আর শীতের প্রকোপের পর এবার মুম্বাইসহ এই এলাকায় শুরু হচ্ছে তাপদাহ। এর পরই তারা এসি হেলমেট তৈরিতে মন দেন।

ইতিমধ্যে ইন্ডাস্ট্রিয়াল এসি হেলমেট তারা তৈরি করেও ফেলেছেন। এখন তাদের লক্ষ্য বাইকচালকদের জন্য সে রকমই একটি হেলমেট তৈরি করা। এরইমধ্যে ভারতীয় নৌ বাহিনী ও টাটা মোটরস হেলমেট কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি