এই চেয়ারের দাম ১০ লাখ ডলার
প্রকাশিত : ১৪:৫৫, ১১ জুন ২০১৮ | আপডেট: ১৪:৫৯, ১১ জুন ২০১৮
আজ থেকে ৯০ বছর আগে চেয়ারটির নকশা করেছিলেন ডিজাইনার এলিয়েন গ্রে। আর্ম চেয়ারটি খুব শিগগিরই নিলামে তোলা হবে বলে জানা গেছে। আর এই চেয়ারের দামই নির্ধারণ করা হয়েছে ১০ লাখ থেকে ১৫ লাখ ডলার। এর আগেও তার স্থাপত্যকর্ম নিলামে উঠেছে।
একটি চেয়ারের দাম ১০ লাখ ডলার, শুনতে বেশি মনে হলেও এখন হরহামেশাই নিলামে হাঁকানো হচ্ছে এমন দাম। ২০০৯ সালে নিলামে গ্রের আরেক চেয়ারের দাম দাঁড়িয়েছিল ২৮ লাখ ডলার।
ক্রিস্টিয়ানোর নিলামঘরে চেয়ারটি তোলা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, ৩ বছর আগে ব্রিটিশ নকাশাকার ম্যাক নিউসনের ডিজাইনকরা একটি চেয়ার নিলামে ৩৭ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এখন পর্যন্ত কোনো চেয়ারের মূল্য এটাই সর্বাধিক ছিল।
সূত্র: সিএএন
এমজে/