এই রমজানের প্রথম জুম্মা আজ
প্রকাশিত : ১১:৩৯, ১০ মে ২০১৯
জুম্মার দিন গরীবের হজের দিন। পবিত্র ও পূণ্যের দিন। রমজানের জুম্মা আরও বিশেষ মহিমান্বিত। তাই এবার রমজানের প্রথম জুম্মার দিন ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের জন্য মসজিদে ভীড় করবেন এটা স্বাভাবিক। মা-বোনেররা বাসার কাজ সংক্ষিপ্ত করে ইবাদতে মশগুল হবেন।
আগে আগে মসজিদে প্রবেশ করবো, বেশি বেশি সালাত আদায় করবো, তসবিহ-তাহলিল পাঠ করবো। একাগ্রচিত্তে আল্লাহকে ডাকবো, পূর্বের কাজের জন্য অনুতপ্ত হবো, দয়া বা রহমত প্রার্থনা করবো।
দান করবো নীরবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সহযোগিতার হাত প্রসারিত করবো। অন্যের কষ্টে ভারাক্রান্ত হবো।
ইফতারে মেন্যু সংক্ষিপ্ত করে সংযমের মর্যাদা হাসিল করবো। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, গরীবদেরকে ইফতারে অংশিদার করবো।
এসএ/এএইচ/