এই হারই প্রাপ্য ছিল: জোয়াকিম লো
প্রকাশিত : ১০:৩২, ২৮ জুন ২০১৮
এশিয়ার কোনো দেশের বিপক্ষে প্রথম হারে ফুটবলারদের উপর বেশ চটেছেন জার্মান কোচ জোয়াকিম লো। ক্ষিপ্ত বললেও কম বলা হবে। জার্মানির কোচ জোয়াকিম লো বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে তাঁর প্রতিক্রিয়া জানাতে এসে প্রথমেই বলে দিলেন, ‘‘আমার দলের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটাই উচিত। আমাদের যা প্রাপ্য সেটাই আমরা পেয়েছি।’’
এমনিতে এই একবিংশ শতাব্দীতে এসে দেখা যাচ্ছে, চ্যাম্পিয়নদের অভিশাপ তাড়া করছে আগের বারের ট্রফিজয়ী দলগুলোকে। বিশ্বকাপ পরিসংখ্যান দেখাচ্ছে, এই নিয়ে ছ’বার কোনও বিশ্বকাপজয়ী দল প্রথম রাউন্ডেই ছিটকে গেল। যার মধ্যে একবিংশ শতাব্দীতে চ্যাম্পিয়নদের ভাগ্য আরও খারাপ হয়েছে। দু’হাজার সালের পর থেকে যে পাঁচটি বিশ্বকাপ হয়েছে, তার মধ্যে চ্যাম্পিয়ন দল হিসেবে পরের রাউন্ডে গিয়েছে একমাত্র ব্রাজিল। ২০০২ সালে। বাকি চার বারই প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছে চ্যাম্পয়িনরা। যার মধ্যে চার বারই পতন ঘটেছে ইউরোপীয় মহাশক্তিগুলোর। এই চার দেশ হল— ফ্রান্স, ইতালি, স্পেন এবং এ বার জার্মানি। যা নিয়ে লো-র কথা, ‘‘ইতিহাস নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমার কাছে পারফরম্যান্সই শেষ কথা। এই প্রতিযোগিতায় আমাদের জেতার কোনও অধিকারই ছিল না। শেষ ষোলোর কথা বাদই দিলাম।’’
এমজে/