ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

এইচআইভি আক্রান্তদের স্বাভাবিকভাবে জীবন ধারণের সম্ভাবনা বেড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ১১ মে ২০১৭ | আপডেট: ১৪:০৩, ১১ মে ২০১৭

উন্নত চিকিৎসা পদ্ধতির কারনে এইচআইভি আক্রান্ত রোগীদের স্বাভাবিকভাবে জীবন ধারণের সম্ভাবনা বেড়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের চিকিৎসা বিষয়ক জার্নাল ‘দ্য লানসেটে’ এ তথ্য প্রকাশিত হয়।
এতে বলা হয়, অ্যান্টিরেট্রোভাইরাল নামে নতুন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীদের আয়ু ১০ বছরেরও বেশি বেড়েছে। ২০০৮ সালের পর থেকে তুলনামূলকভাবে এ রোগে আক্রান্তের দ্রুত মৃত্যুর সংখ্যা কমেছে। এ পদ্ধতিতে তিন বা তার বেশি ওষুধ একসঙ্গে দেয়া হয়, যা এইচআইভি সংক্রামনের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তবে এ পদ্ধতির বেশকিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইউরোপ ও উত্তর আমেরিকার ৮৮ হাজারেরও বেশি এইচআইভি আক্রান্ত রোগীর ওপর এই গবেষণা চালানো হয়।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি