ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এইচএসসি পরীক্ষা ১ আগস্ট পর্যন্ত স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৫ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। 

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এসব পরীক্ষার সূচি জানানো হবে।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ নিয়ে ৮ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে প্রথমে ১৮ জুলাই, পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

পরীক্ষার সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষা আগামী ২৮ জুলাই যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট শেষ হবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। এরপর স্থগিত পরীক্ষাগুলো নেয়া হবে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি