ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

এইচএসসির ফল প্রকাশ ২৩ জুলাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:২৭, ৮ জুলাই ২০১৭

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২৩ জুলাই প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন আজ বৃহস্পতিবার  এ তথ্য জানান। গত ২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়ে ১৫ মে লিখিত পরীক্ষা শেষ হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২৩ অথবা ২৪ জুলাই যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। তার মধ্যে থেকে ২৩ জুলাইকে বেছে নেওয়া হয়।

প্রথা অনুযায়ী, ওই দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনে ফলাফল সম্পর্কে  তথ্য তুলে ধরা হবে। পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।  এছাড়াও শিক্ষা বোর্ড এর নিজস্ব ওয়েবসাইটে ফলাফল জানা যাবে । 

দেশের ১০ টি শিক্ষা বোর্ড এর অধীনে  আট হাজার তিন শত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  ১২ লাখ আঠারো হাজার ছয় শত আটাশ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করে।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি