ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এইচএসসির ফল বাতিল চেয়ে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ২০ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছে অকৃতকার্য পরীক্ষার্থীরা। এ সময় বৈষম্যহীন ফলাফল প্রকাশের দাবি জানান তারা।

রোববার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বকশিবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের মূল ফটক আটকে তারা এই কর্মসূচি পালন করছেন। এরপর পৌনে ২টার দিকে তারা শিক্ষা বোর্ডের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা জানান, বাতিল ৬টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে তাতে চরম বৈষম্য তৈরি হয়েছে। সিলেট মাদ্রাসা বোর্ডের মাত্র ৩টি পরীক্ষা হয়েছে, কিন্তু তাদের সাবজেক্ট ম্যাপিং করায় রেজাল্ট ভালো হয়েছে। অথচ আমরা ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছি। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান।

আন্দোলনে যোগ দিতে চট্টগ্রাম থেকে আসা শিক্ষার্থী শাফিন মাহমুদ জানান, এবার যে ফলাফলটা হয়েছে এটা চরম বৈষম্যের। এবার যত বেশি পরীক্ষা হয়েছে সে বোর্ডের শিক্ষার্থীরা তত বেশি পরীক্ষা দিয়েছে, তারা তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো বোর্ডে ৬টি পরীক্ষা দিয়েছে কেউ ৩টি পরীক্ষা দিয়েছে। অথচ রেজাল্টের ক্ষেত্রে কম পরীক্ষা দেওয়া বোর্ডের রেজাল্ট ভালো হয়েছে। এই বৈষম্য আমরা মানি না। অবিলম্বে ঘোষিত ফলাফল বাতিল করে নতুন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশের দাবি জানান তিনি।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, একদল শিক্ষার্থী প্রকাশিত পরীক্ষার ফল বাতিলের দাবিতে আন্দোলন করছে বলে জানতে পেরেছি। তাদের সঙ্গে কথা বলছি, আশা করি দ্রুতই একটা সমাধান হবে।

জানতে চাইলে পুলিশ পরিদর্শক রেজাউল গণমাধ্যমকে জানান, ফলাফল বাতিলের দাবিতে একদল শিক্ষার্থী আন্দোলন করছেন। তাদের সরিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই। ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিষয়টি উনি সমাধান করবেন বলে আমাদের জানিয়েছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি