ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

এক ওভারে ৩৭ রান নিলেন ডুমিনি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৫৭, ২০ জানুয়ারি ২০১৮

কেপ কোবরাসের হয়ে বুধবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ওয়ানডে কাপে নাইটসের মুখোমুখি হয়েছিলেন ডুমিনি। মাঠ ছেড়েছেন ৩৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে। মাঠ ছাড়ার আগে নাইটসের বোলার এডি লেইয়ের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন প্রোটিয়া মিডল অর্ডারের এ ব্যাটিং অলরাউন্ডার। লেইয়ের এক ওভারে তিনি নিয়েছেন ৩৭ রান!

এর মধ্যে প্রথম চার বলেই চারটি ছক্কা হাঁকান ডুমিনি। পঞ্চম বলে এসেছে ২ রান। ওভারের শেষ ডেলিভারিটি ‘নো বল’ করে লেই নিজের দুর্গতি আরও বাড়ান। সে বলে অবশ্য বাউন্ডারি মেরে সুযোগের সদ্ব্যবহার করেছেন ৩৩ বছর বয়সী এ ব্যাটিং অলরাউন্ডার। আর শেষ বলে ছক্কা মেরে দক্ষিণ আফ্রিকার লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড গড়েন ডুমিনি।

২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হার্শেল গিবসের গড়া এক ওভারে ৩৬ রান নেওয়ার কীর্তিকে টপকে গেলেন ডুমিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এটি এক ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান নেওয়ার কীর্তি। শীর্ষে রয়েছেন জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরার ৩৯ রান।

কেআই/টিকে 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি