ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ৫ জুন ২০২২ | আপডেট: ১৬:৪৯, ৫ জুন ২০২২

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িয়ে মাসে এক চুলার বিল ৯৯০ টাকা করা হয়েছে। আর দুই চুলা করা হয়েছে এক হাজার ৮০ টাকা। এতদিন দুই চুলার বিল ছিল ৯৭৫ টাকা। আর এক চুলার বিল ৯২৫ টাকা। অর্থাৎ গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়ানো হয়েছে।

এর আগে গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে এক হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা করার সুপারিশ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।

রোববার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন এ দর ঘোষণা করে বিইআরসি কর্তৃপক্ষ। 

গ্যাসের গড় মূল্যহার প্রতি ঘনমিটার ৯ দশমিক ৭০ টাকা থেকে ২২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি করে প্রতি ঘনমিটার ১১ দশমিক ৯১ টাকায় নির্ধারণ করা হয়েছে। এ বিল জুন মাস থেকেই প্রযোজ্য ও কার্যকর হবে।

এই দাম বৃদ্ধির পরও ১১ হাজার ৮০০ টাকা ভর্তুকি দিতে হবে বলে জানা গেছে।

পেট্রোবাংলার এলএনজি আমদানি ব্যয় মেটাতে এই ভর্তুকি দেবে বিইআরসি ৷ 

এছাড়া সার উৎপাদনে সবচেয়ে বেশি ২৫৯ শতাংশ, বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, বিদ্যুতে ১২ শতাংশ ও ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। তবে বাড়েনি যানবাহনে ব্যবহুত সিএনজির দাম।

এদিকে প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের বর্তমান দর প্রতি ইউনিট ১২ দশমিক ৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা, সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ঘনমিটার প্রতি ৪ দশমিক ৪৫ টাকা থেকে বৃদ্ধি করে ১৬ টাকা করা হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি