এক দশকের মধ্যে মাছের ডিমের রেকর্ড হালদায় [ভিডিও]
প্রকাশিত : ২২:১৯, ২০ এপ্রিল ২০১৮
দেশের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদীতে গত এক দশকের মধ্যে মা মাছের সর্বোচ্চ পরিমান ডিম পাওয়া গেছে। হালদায় মা মাছ ডিম ছাড়ার খবর পেয়ে হাটহাজারী, রাউজানের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে ডিম সংগ্রহে নেমেছে কয়েক শ’ ডিম আহরণকারী।
ঝড়, বৃষ্টি আর বজ্রপাত উপেক্ষা করে বৃহস্পতিবার রাতভর হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহে ব্যস্ত সময় কাটান মৎস্য চাষীরা। প্রতিবছর চৈত্র-বৈশাখ মাসে হালদা নদীতে ডিম ছাড়ে দেশি প্রজাতীর মা মাছ।
গত দুইদিন বৃষ্টি ও ঝড়ো হাওয়া আর পাহাড়ী ঢলের কারণে ঝাঁকে ঝাঁকে মিঠা পানির মাছ এসে ডিম ছাড়ে হালদায়। খবর পেয়ে ডিম সংগ্রহে নামে হালদার দু’পাড়ের মানুষ।
ডিম সংগ্রহের পর হালদা পাড় জুড়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মৎস্য চাষীরা। ডিম থেকে শুরু হয়েছে পোনা ফোটানোর কাজ। স্থানীয়রা জানান, গত ১০ বছরের মধ্যে এবারে সর্বোচ্চ পরিমান মা মাছ হালদায় ডিম ছেড়েছে।
অন্যদিকে হালদা গবেষক অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলছেন, হালদাকে দূষণমুক্ত করা গেলে মৎস্য প্রজনন আরো বাড়বে।
দেশের মিঠা পানির মাছের একমাত্র প্রজনন কেন্দ্র হালদা মাছের অভয়ারণ্য হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সবার।
ভিডিও:
আরও পড়ুন