ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

এক ব্রাউজেই দুই ইমেইল অ্যাকাউন্টে যাওয়া যায় যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ১ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৪৯, ৬ অক্টোবর ২০১৭

কোনো কোনো সময় প্রয়োজনে একাধিক ই-মেইল বা ফেসবুক ব্যবহার করতে হয় । কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় তা না জানলে সমস্যায় পড়তে হয় । তখন আমরা একাধিক ব্রাউজার ব্যবহার করি । এক ব্রাউজারেই দুই অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। আসুন জেনে নিউ কীভাবে সম্ভব সেটি-

বর্তমানে বেশিরভাগ ব্রাউজারেই  `প্রাইভেট ব্রাউজিং’ নামে একটি বিশেষ অপশন যুক্ত থাকে । এটি ব্যবহার করার মাধ্যমে একই সময়ে আপনি একাধিক অ্যাকাউন্ট থেকে লগইন করতে পারবেন সহজেই ।

গুগল ক্রোমের জন্য

ব্রাউজার চালু করে প্রথমে যেকোনো ই-মেইল অ্যাকাউন্ট লগইন করুন। এর পর  দ্বিতীয় অ্যাকাউন্ট লগইন করার জন্য Ctrl + Shift + N একসঙ্গে চেপে ইনকগনিটো মুড খুলুন। অথবা ক্রোম ব্রাউজারের ওপরের ডান পাশে মেনু থেকে New incognito Window-তে ক্লিক করলেই হবে। এখানে পরের অ্যাকাউন্টটি লগইন করে নিতে পারবেন। তাহলে এক ব্রাউজার থেকে একসঙ্গে দুটি অ্যাকাউন্টেই ঢোকা যাবে।

ফায়ারফক্সের জন্য

মজিলা ফায়ারফক্স চালু করে প্রথমে যেকোনো ই-মেইল বা ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন। এবার CTRL + SHIFT + P চেপে ধরুন অথবা  New Private Window খুলুন । এভাবে আপনি অন্য আরেকটি ই-মেইল বা ফেসবুক অ্যাকাউন্টে ঢোকতে পারবেন ।

সূত্র : টেক ওয়ার্ল্ড

/এম/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি