ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

এক মাসের মধ্যে মাঠে ফিরবেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ১৫ এপ্রিল ২০১৮

আগামী এক মাসের মধ্যে মাঠে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন তার চিকিৎসক। পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যাওয়ায় তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন ব্রাজিলয়ান সুপারস্টার নেইমার।

গত ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে খেলার সময় পায়ের পাতার ইনজুরিতে পড়েন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নেইমার। এরপর অস্ত্রোপচার করতে হয় তাকে। অস্ত্রোপচার শেষে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এ ফুটবলার।
তবে চোট থেকে ফিরতে আর এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন নেইমারের চিকিৎসক।

এ ব্যাপারে পিএসজি কোচ এমেরি জানান, সম্প্রতি নেইমারের পায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গেছে, অনুশীলনে ফেরার খুব কাছে চলে এসেছে নেইমার। খুব শিগগিরই তাকে মাঠে দেখা যাবে।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি