এক মুজিবের শোকে আমার দুচোখ ভিজে আসে লক্ষ মুজিব শক্তি হয়ে মায়ের কোলে হাসে। এক মুজিবের শোকের ছড়া লিখতে কে যে বসে! যায় ভিজে যায় ছড়া নিজেই মর্মভেদী রসে। এক মুজিবের রক্তে ফোটে তাজা গোলাপ ফুল গন্ধে ভরে সবার বাগান মন করে আকুল। লেখক পরিচিতি-কবি ও শিক্ষক।