ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো আফগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২৭ মার্চ ২০২৩ | আপডেট: ০৯:৩০, ২৭ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো আফগানরা
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো আফগানরা।

শারজায় টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৩০ রানেই থামে পাকিস্তানের ইনিংস। এক বল বাকি থাকতে ৭ উইকেটে জিতেছে রশিদ খানের দল। 

তাতে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৯২ রানে থামিয়ে ৬ উইকেটে জিতেছিল আফগানরা। 

শুরু থেকেই আফগান বোলিং তোপে দিশে হারা পাকিস্তান। শূন্য রানেই হারায় দুই উইকেট। আশা-যাওয়ার মিছিলে ৫৭ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম। আর শোয়েব খানের ব্যাট থেকে আসে ৩২ রান। 

ফারুকি ১৯ রানে নেন ২ উইকেট। ৪ ওভারে মাত্র ১৬ রান দেন অধিনায়ক রশিদ। 

জবাবে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান। ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান দুই জনে যোগ করেন ৫৬ রান। 

৪৯ বলে ৪৪ রান করে গুরবাজ রান আউট হলে ভাঙে জুটি। এক ওভার পর বিদায় নেন ইব্রাহিম (৪০ বলে ৩৮)।

শেষ দিকে সহজ ম্যাচ কঠিন করে ফেলে আফগানরা। শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৩০ রান। তবে হাতে যথেষ্ট উইকেট থাকায় সম্ভাবনায় একটু এগিয়ে ছিল আফগানিস্তানই। 

১৯তম ওভারে ১৭ রান নিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়ে আসেন নাজিবউল্লাহ ও নবি। শেষ ওভারে লড়াই জমিয়ে তুলেন জামান খান, কিন্তু পেরে ওঠেননি দুই অভিজ্ঞ আফগান ব্যাটসম্যানের সঙ্গে। 

১২ বলে ২৩ রানে অপরাজিত থাকেন নাজিবউল্লাহ। ৯ বলে নবি করেন ১৪। 

একই মাঠে আজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে খেলবে আফগানিস্তান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি