ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এক ম্যাচে ২৬ পেনাল্টি! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ২৬ জুলাই ২০১৮

এক ম্যাচে পেনাল্টি শট হয়, তাও বড়জোর ১০টি। তাই বলে ২৬ স্ট্রেইট শট। হ্যা এমন কাণ্ড-ই ঘটেছে এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচটিতে। যুক্তরাষ্ট্রে রোজ বোল স্টেডিয়ামে দারুণ এক পেনাল্টি শুটআউটের ম্যাচ দেখলো ফুটবল প্রেমীরা।

ম্যারাথন পেনাল্টির এই ম্যাচে শেষ পর্যন্ত ৯-৮ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা। এর আগে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতা ছিল।

এদিন প্রাক মৌসুম ফুটবল টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হয় ইতালিয়ান জায়ান্ট মিলান ও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানইউ। তবে দারণ উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত আন্দ্রে হেরেরার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

 মূল ম্যাচের ১২ মিনিটের মাথায় অ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় ম্যানইউ। তবে তিন মিনিট পরেই সুসোর গোলে সমতা পায় এসিমিলান। এরপর নির্ধারিত ৯০ ও যোগ করা সময়ে আর কোনো দল গোল পায়নি। আনঅফিসিয়াল ম্যাচ বলে অতিরিক্ত আর কোনো সময় না গড়িয়ে সরাসরি টাইব্রেকারে ম্যাচ যায়। আর সেখানেই দেখা যায় পেনাল্টি শুটআউটের দীর্ঘ ম্যারাথন। যেখানে একে একে ২৬টি শট শেষে ম্যানইউরই জয় হয়।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি