এক স্ট্যাটাসেই ৩৩০ কোটি ডলার গচ্চা
প্রকাশিত : ১৭:৫৯, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:২৩, ১৬ জানুয়ারি ২০১৮
এক স্টাটাসেই ৩৩০ কোটি ডলার গচ্চা গেল ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের। সম্প্রতি ফেসবুকের নিউজফিডে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়ে এক পোস্ট করেন জুকারবার্গ। আর এতেই এতগুলো ডলার খোয়াতে হয় তাকে।
পোস্টটি দেওয়ার পরেই ফেসবুকে জুকারবার্গের শেয়ারের দাম হ্রাস পায় ৪ শতাংশ। যার মূল্যমান প্রায় ৩৩০ কোটি ডলার।
শুধু ডোলার গচ্চাই নয়। বরং শেয়ার মূল্যের এ ধ্বসের কারণে শীর্ষ ধনীর ৪নম্বর পদও হারাতে হয় ফেসবুকের প্রধান এ নির্বাহী কর্মকর্তার।
সম্প্রতি ৭৭ দশমিক ৮ বিলিয়ন ডলার নিয়ে ফোর্বস প্রকাশিত পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকায় ৪নম্বর স্থানটি দখল করেন মার্ক। কিন্তু বর্তমানে ৩৩০ কোটি হারিয়ে তার এখন সম্পদের পরিমাণ ৭৪ বিলিয়ন ডলার। আর এতে তার ৪নং স্থানটি দখল করে নেয় স্প্যানিশ ব্যবসায়ী আমানসিও ওর্তেগা। তালিকায় এখন ৫নম্বরে অবস্থান করছেন মার্ক জুকারবার্গ।
সম্প্রতি এক স্ট্যাটাসে মার্ক জানান যে, ফেসবুক ব্যবহারীদের বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যেকার পোস্ট শেয়ারিং এ বেশি অগ্রাধিকার দেবে ফেসবুক। আর বাণিজ্যিক এবং খবর সম্পর্কিত পোস্টগুলো লিঙ্ক কমে আসবে।
ফেসবুকের এমন পরিবর্তনে বিপাকে পরবে ফেসবুক ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো।
সূত্রঃ ডেইলি মেইল
//এস এইচ এস// এআর
আরও পড়ুন