ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

এক হাজারি ক্লাবে আফিফ হোসাইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ৬ নভেম্বর ২০২২

আফিফ হোসাইন ধ্রুব

আফিফ হোসাইন ধ্রুব

Ekushey Television Ltd.

মাস্ট উইন ম্যাচে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। রোববার অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১২৭ রানের পুঁজি পায় সাকিব বাহিনী। যা ১১ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান। পাঁচ উইকেটের জয়ে পৌঁছে যায় কাঙ্ক্ষিত সেমি-ফাইনালে।

এদিন দল বড় পুঁজি না পেয়ে হারলেও দারুণ এক মাইলফলক স্পর্শ করেন তরুণ প্রতিভাবান ক্রিকেটার আফিফ হোসাইন ধ্রুব। পাকিস্তানের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন আফিফ।

তারকা পেসার হারিস রউফের করা ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলটি সীমানা পার করতেই টি-টোয়েন্টিতে ফরম্যাটে এক হাজার রান পূর্ণ হয় তার। এই মাইলফলকে পৌঁছাতে ৫৫ ইনিংস ব্যাট করতে হলো খুলনার এই ক্রিকেটারকে।

স্মরণীয় দিনে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করতে ২০ বলে তিনটি চার মারেন এই ব্যাটিং অলরাউন্ডার। ম্যাচে সর্বোচ্চ ৫৪ রান আসে ওপেনার নাজমুল হোসাইন শান্ত’র ব্যাট থেকে। এজন্য ৪৮ বল খেলে ৭টি চার মারেন শান্ত।

এদিকে, গত ২৪ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে করা ৩৮ রানের ইনিংসটাই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফিফের সর্বোচ্চ। আর এদিনের ২৪ রান নিয়ে পাঁচ ম্যাচে ২৩.৭৫ গড়ে ৯৮ রান করলেন ১২৫ স্ট্রাইকরেটে।

তবে এদিনের মতো এবারের বিশ্বকাপ আসরেও দেশের হয়ে সেরা রান সংগ্রাহক শান্তই। ৩৬ গড়ে পাঁচ ম্যাচে ১৮০ রান করেছেন তুমুল সমালোচিত হওয়া এই ওপেনার। যদিও তার স্ট্রাইকরেট মাত্র ১১৪.৬৪।

অন্যদিকে, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেন আফিফ। শুরু থেকেই লাল সবুজের প্রতিনিধি হিসেবে ছোট ফরম্যাটের ক্রিকেটের নিয়মিত মুখ ২৩ বছর বয়সী ক্রিকেটার। 

দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৬০টি ম্যাচ। যেখানে ৫৫ ইনিংসে তার সংগ্রহ এক হাজার ৩ রান। গড় ২১.৩৪ হলেও স্ট্রাইকরেট ১২০-এর ওপরে। অর্ধশতকের দেখা পেয়েছেন তিনবার। ৭৭ রানের ইনিংসটিই আফিফের সর্বোচ্চ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি