ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

একই তারিখে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০১৮

তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ একই দিন হওয়ায় বিপাকে পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরপ্রবি) ভর্তি পরীক্ষার তারিখ প্রায় একই সময়ে নির্ধারণ করা হয়। এতে করে বিপাকে পড়েছে এই তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীরা।

জানা যায়, আগামী ২৬, ২৭ এবং ২৮ অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ২৭, ২৮, ২৯ এবং ৩০ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ২৮, ২৯ অক্টোবর ও ২, ৩ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

অনেক শিক্ষার্থীরা জানায়, ইচ্ছে থাকা সত্ত্বেও তারা আবেদন করতে পারছেন না। একই দিনে পরীক্ষা হওয়ায় এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। এতে করে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছে না বলে জানায় তারা।

তিনটি বিশ্ববিদ্যালয়েই মোট চারদিন এর মধ্যে দুই দিনের পরীক্ষার সময় একই হওয়ায় শিক্ষার্থীরা এই তিনটি বিশ্ববিদ্যালয়ের শুধু একটিতেই পরীক্ষা দিতে পারবে। কারণ অন্য দুইদিনের পরীক্ষা হয়ত মিলে যাওয়া দিনগুলোর আগের দুইদিন নয়তো পরের দুইদিন অনুষ্ঠিত হবে। পথের দূরত্বের কারণে শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা দিতে পারবে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভর্তির তারিখ নিয়ে তাদের এই সমস্যাগুলোর কথা জানা যায়।

একই দিনে ভর্তি পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীরা নানান সমীকরণ চিন্তা করে এই তিন বিশ্ববিদ্যালয়ের যে কোনও একটিকে বেচে নিতে দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে রেখেছেন সবচেয়ে বেশি।

নোবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ যা বাকি দুই বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি। আর নতুন করে দেওয়া নোবিপ্রবির সার্কুলারে ইউনিট বৃদ্ধিসহ পরীক্ষা পদ্ধিতেও পরিবর্তন আনা হয়েছে। নোবিপ্রবিতে আবেদন না করার পেছনে এই কারণগুলোও তুলে ধরেন ভর্তিচ্ছু এই শিক্ষার্থী এবং সার্বিক দিক বিবেচনা করে নোবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর দাবিও করেন এই শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, যে ইস্যুটা রেইজ হয়েছে এটা অত্যন্ত ভ্যালিড একটা ইস্যু। আগামী  সপ্তাহে ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যের সঙ্গে আমাদের মিটিং আছে, আমি মিটিং এ বিষয়টি উত্থাপন করব। সেখানে ভিসিসহ আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।ৎ

এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু বলে উল্লেখ করেন অ্যাপ্লাইড কেমেস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞা। তিনিও মিটিং এ বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মোমিনুল হক সুস্পষ্টভাবে কিছু জানাতে পারেননি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি