একই দিনে হ্যাটট্রিক ব্যর্থতা ভারতের
প্রকাশিত : ১১:৩০, ৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:৩৯, ৯ ডিসেম্বর ২০২৪

৮ ডিসেম্বর ২০২৪, ক্রিকেটপাগল ভারতীয়দের জন্য একটি কালদিন। এদিন ক্রিকেটের তিন পর্যায়ে হেরে গেছে ভারত। হ্যাটট্রিক ব্যর্থতার এ দিনটি ভারতীয়দের হৃদয়ে কম্পন ঝড়াবে অনেক দিন।
অস্ট্রেলিয়ার কাছে টেস্টে রোহিত শর্মা-কোহলিদের হার, তারপর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ক্ষুদে বাঘেদের গর্জনে ভারত কুপোকাত, আর আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হার ভারতের নারীদের!
একই দিনে ভারতের হ্যাটট্রিক ব্যর্থতা!
আদিলেডে, পিঙ্ক বলের ডে-নাইট টেস্টে ভারতীয় পুরুষ দল অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক পরাজয় বরণ। ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া, সিরিজে ১-১ সমতায় ফিরে গেল। ভারতীয় ব্যাটিং লাইনআপ পুরোপুরি ধ্বংস হয়ে গেল, আর অস্ট্রেলিয়ার বোলাররা তাদের আক্রমণাত্মক খেলায় ভারতকে পরাজিত করল।
দবাইতে, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় শিরোপা জয় করল। ভারতের ব্যাটসম্যানরা বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতেই ব্যর্থ হয়। আটবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দুইবার শিরোপা জিতে বাংলাদেশ নতুন এক ধারা সৃষ্টি করেছে।
একইদিনে ব্রিসবেনে, ভারতীয় নারীরা অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১২২ রানে পরাজিত হয়েছে। অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল এবং এলিস পেরি দুজনেই সেঞ্চুরি করলেন। তাদের দুর্দান্ত ইনিংসে অস্ট্রেলিয়া ৩৭১ রান তোলে। জবাবে, ভারতীয় নারীরা মাত্র ২৪৯ রানে অলআউট হয়ে যায়।
রিচা ঘোষের ৫৪ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও অ্যানাবেল সাদারল্যান্ডের ৪ উইকেট ভারতকে ধ্বংস করে দেয়।
এএইচ