ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

একই মঞ্চে হাসিনা-মোদি-মমতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২৫ মে ২০১৮ | আপডেট: ১২:০৮, ২৫ মে ২০১৮

কোলকাতার শান্তি নিকেতনে একই মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া ওই মঞ্চে যোগ দিয়েছেন কোলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে তিন নেতা একই মঞ্চে উপস্থিত হয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে দুই বাংলার মধ্যে সম্পর্ক চিরকালীন, সার্বজনীন এবং বিশ্বজনীন।

আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে পশ্চিমবঙ্গ সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বীরভূম জেলার শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন, বিশ্বভারতীর সমাবর্তনে অংশগ্রহণ এবং আগামীকাল শনিবার আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি