ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এককভাবে নির্বাচন করতে প্রস্তুত জাতীয় পার্টি: এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৯:০১, ১৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে কোনো সর্ম্পক নেই মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে প্রস্তুত জাতীয় পার্টি। তিন’শ আসনেই জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে।

রোববার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের বাংলা হাইস্কুল মাঠে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এরশাদ আরও বলেন, `আগামীতে জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে।`

এ সময় দলের ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত আলী চৌধুরী, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন, সাধারণ সম্পাদক ফাকরুল আলমগীর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি