ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পাকিস্তানকে ভারত

একটার বদলে ১০টা বুলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৫৫, ২০ জানুয়ারি ২০১৮

পাকিস্তান একটি বুলেট ছুঁড়লে ১০ টি ‍বুলেট নিক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত। জম্মু-কাশ্মির সীমান্তে উত্তেজনা নিয়ে পাকিস্তানের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। শুক্রবার মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর এনডিটিভির।
সম্প্রতি জম্মু-কাশ্মিরের পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হন। এ ঘটনায় সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই শুক্রবার সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এক বিএসফ সদস্যসহ তিন ভারতীয় নাগরিক নিহত হন। আহত হন দুই বিএসএফ সেনাসহ অন্তত ২৩ জন। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাল্টা বুলেট নিক্ষেপের কথা বললেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
হংসরাজ আহির বলেন, ভারতে সন্ত্রাসী পাঠানো এবং যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা জম্মু-কাশ্মিরের পুলিশ সবাইকে সমন্বয় করতে হবে। পাকিস্তানের দুর্ভাগ্যজনক আচরণের জবাব দিতে হবে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রথম বুলেটটি আমাদের নিক্ষেপ করা উচিত নয়। কিন্তু তাদের দিক থেকে একটি বুলেট এলে আমাদের উচিত তার বিপরীতে ১০টি বুলেট নিক্ষেপ করা।
এদিকে শুক্রবার সীমান্তে গোলাগুলির ঘটনায় সহস্রাধিক বেসামরিক নাগরিককে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়েছে ভারত। স্থানীয় স্কুলগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোকজনকে সীমান্ত এলাকায় ফিরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি