একটি মাছের দাম ৮ লাখ টাকা!
প্রকাশিত : ১১:২৪, ১৪ নভেম্বর ২০১৮
এক মাছের দাম এত টাকা! টেকনাফ ও সেন্টমার্টিনে গতকাল মঙ্গলবার এ প্রশ্নই ছিল মানুষের মুখে মুখে। কারণ এদিন সেন্টমার্টিনের জেলেদের জালে ধরা পড়েছিল ৩৫ কেজি ওজনের এক পোয়া (জো ফিস) মাছ। আর সেন্টমার্টিনের জেলে আবদুল গণির জালে ধরা পড়া মাছটি বিক্রি হয়েছে ৮ লাখ টাকায়।
মাছটিতে এমন কী রয়েছে, যা এত দামে বিক্রি হলো? ক্রেতা-বিক্রেতা কেউই এ ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে পারেনি। তবে সবাই বলছেন, মাছটির ফুসফুস বা ফদানার কারণে এত দাম।
জেলে আবদুল গণি বলেন, ১০টার দিকে সেন্টমার্টিনের এক দেড় কিলোমিটার দূরে ফুলের কূপে জাল ফেলে মাছটি পাই। ঘাটে মাছটি দেখে স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম ও ফজল করিমের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।
তিনি বলেন, ১ লাখ টাকা থেকে দাম উঠতে উঠতে ৮ লাখে ঠেকে। মাছটির মূল ক্রেতা কক্সবাজারের মহেশখালীর ইসহাক।
ইসহাক বলেন, মাছটি হংকংয়ে রফতানি হবে। মাছটির ফুসফুস দিয়ে বিশেষ ধরনের স্যুপ তৈরি হয়, তাই মাছটির এত দাম। যদি মাছটির ফদানার (ফুসফুস) ওজন ৯০০ হতে ৯৫০ গ্রাম হয় তবে লাভ হবে। এর কম হলে লোকসান হবে কয়েক লাখ টাকা।
একে//
আরও পড়ুন