ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একদিনে করোনায় আক্রান্ত ৮১ হাজার মার্কিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ২৪ অক্টোবর ২০২০ | আপডেট: ১০:০৫, ২৪ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। দেশটিতে এবার একদিনেই ৮১ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে নতুন করে প্রাণহানি ঘটেছে ৯শ’র বেশি মানুষের। সুস্থতা বাড়লেও আক্রান্তের তুলনায় তা অনেক কম।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮১ হাজার ২১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৮৭ লাখ ৪৬ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯০৩ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ২৯ হাজার ২৮৪ জনে ঠেকেছে। 

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় ৪৩ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা বেড়ে ৫৬ লাখ ৯৮ হাজার অতিক্রম করেছে। 

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৯৫৪ জনের। ক্যালিফোর্নিয়ায়ও আজ সংক্রমিতের সংখ্যা ৯ লাখ অতিক্রম করেছে।  এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৩১৭ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ৭২ হাজারের কাছাকাছি। ইতোমধ্যে সেখানে ১৬ হাজার ৩৪৯ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ সাড়ে ২৮ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৫৪৯ জন ভুক্তভোগী।  ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী  ৩ লাখ ৬৯ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৬৮৮ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৭৬৬ জনের।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ৩৬ হাজার ছুঁই ছুঁই। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৮৬৫ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ৩০ হাজার ছুঁতে চলেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৩৯৮ জনের। 

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, , লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি