একদিনে ডিএসই-তে মূলধন কমল ৫৩৫২ কোটি টাকা
প্রকাশিত : ১৯:২৫, ১৫ জানুয়ারি ২০২৫
বুধবার (১৫ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে আট পয়েন্ট। আগের কর্মদিবস মঙ্গলবারের (১৪ জানুয়ারি) তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধন কমেছে পাঁচ হাজার ৩৫২ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে লেনদেন বেড়ে ৪০৬ কোটি টাকার ঘরে রয়েছে।
জানা গেছে, বুধবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৯০০ কোটি দুই লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৬২ হাজার ২৫২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন কমেছে পাঁচ হাজার ৩৫২ কোটি ৮৬ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ১১ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৭৬ লাখ টাকা। বুধবার লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৫টির ও কমেছে ১৮২টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৯টির।
বুধবার ডিএসইএক্স আট দশমিক ৩৪ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ১৪২ দশমিক ৫১ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৫০ দশমিক ৮৬ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ছয় দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৮ দশমিক ৩০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৭ দশমিক ৩২ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্সের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ১৪ কোটি টাকা, এশিয়াটিক ল্যাবের ১৩ কোটি ৫৬ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ১২ কোটি ৫৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের আট কোটি ৫৫ লাখ টাকা, আফতাব অটোর আট কোটি ৩২ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের সাত কোটি ৮১ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ছয় কোটি ৯৬ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ছয় কোটি ৬৪ লাখ টাকা এবং ফু-ওয়াং ফুডের ছয় কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৬৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ।
এসএস//
আরও পড়ুন