ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

একদিনে শনাক্ত ৮৩৬৪, মৃত্যু ১০৪ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ২৮ জুন ২০২১

করোনা শনাক্তের হার গতকালকের তুলনায় আজ অনেক বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন। গতকাল এ সংখ্যা ছিল ৫ হাজার ২৬৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১০৪ জন। গতকাল ছিল সর্বোচ্চ মৃত্যু ১১৯ জন।

রবিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ, আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৬ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৪ জনের মধ্যে পুরুষ মারা গেছেন ৬৮ জন ও নারী মারা গেছেন ৩৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ১০ হাজার ১৮৬ জন, আর নারী মারা গেছেন চার হাজার ৯০ জন।

বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ ঘণ্টায় মৃত ১০৪ জনের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ৫ জন। তাদের মধ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগের আছেন ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, রাজশাহী বিভাগের ৭ জন, খুলনা বিভাগের ৩৫ জন, বরিশাল বিভাগের ২ জন, রংপুর বিভাগের ৯ জন এবং  ময়মনসিংহ বিভাগের ৫ জন।

মারা যাওয়া ১০৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৮২ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৫ জন এবং বাড়িতে মারা গেছেন ৭ জন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি