একদিনের ব্যবধানে দ্বিগুণ পেঁয়াজের দাম!
প্রকাশিত : ১৬:৪৫, ৯ ডিসেম্বর ২০২৩
ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে, একদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, নতুন পেঁয়াজ না উঠা পর্যন্ত দাম কমবে না। ক্রেতাদের অভিযোগ, ভারতের সিদ্বান্তের অজুহাতে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছে।
বছরে ১০ থেকে ১২ লাখ টন পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ। এর ৯০ শতাংশই আমদানি হয় ভারত থেকে। গত বৃহস্পতিবার আগামী ৩১ মার্চ পর্যন্ত কোন পেঁয়াজ রপ্তানি করবে না বলে সিদ্ধান্ত নেয় ভারত। এর প্রভাবে একদিনের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুন। রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার সকালেও পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়, শনিবার তা বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
এদিকে, আগের আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা দুদিন আগে ছিল ১০০ টাকা।
তবে বন্ধ হয়নি চীন থেকে আমদানি করা পেঁয়াজ। কিন্তু তারপরও ৯০ টাকা কেজির পেঁয়াজ এখন ১৩০ টাকা।
ভারত রপ্তানি বন্ধ করলেও সব ধরণের পেঁয়াজের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানতে পারছেন না ক্রেতারা।
দু-সপ্তাহের মধ্যেই বাজারে উঠবে নতুন দেশি পেঁয়াজ, তখন দামও কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের।
এসবি/
আরও পড়ুন