ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একদিনের সফর শেষে ঢাকা ঢাকা ত্যাগ করলেন আজিয়াটা প্রধান ইব্রাহিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

একদিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আজিয়াটা গ্রুপ বারহাদ এর প্রধান তান শ্রি জামালুদিন ইব্রাহিম। গতকাল বুধবার ঢাকায় পৌছানো পর থেকেই ব্যস্ত সময় পার করেন আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামালুদিন ইব্রাহিম।

সফরকালে তান শ্রী জামাল রবি’র ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা বিষয়ক একটি সভায় সভাপতিত্ব করেন। এছাড়া রবি আজিয়াটা লিমিটেড আয়োজিত একটি ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। সেসময় বাংলাদেশের বিশিষ্টজনের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, ঢাকায় অবস্থিত মালয়েশিয়া দূতাবাসের হাই কমিশনার এইচ. ই. নূর আশিকিন বিনতি মোহাম্মাদ তায়েব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহি চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মো. জহুরুল হক, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের চেয়ারপারসন মো. ইকবাল খান চৌধুরী এবং রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদসহ রবি’র উর্ধ্বতন ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড এবং জাপান দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সফরকালে জামালুদিন ইব্রাহিমের সফরসঙ্গী হিসেবে ছিলেন আজিয়াটা গ্রুপ বারহাদ এর দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল সিইও ড. হ্যানস বিজয়াসুরিয়া, গ্রুপ চিফ কর্পোরেট অফিসার মোহাম্মাদ ইদহাম নাওয়াউই, গ্রুপ চিফ ট্যালেন্ট অফিসার দাতিন বদ্দরুন্নিসা মোহাম্মাদ ইয়াসিন খান, গ্রুপ চিফ এইচআর অফিসার ডারকি এম সানি, গ্রুপ চিফ টেকনোলজি অফিসার আমানদীপ সিং, গ্রুপ চিফ কর্পোরেট ডেভলপমেন্ট অফিসার আনিস শেখ মোহামেদ, গ্রুপ চিফ স্ট্রাটেজি অফিসার ডমিনিক পল আরিনা, গ্রুপ চিফ ইনফরমেশন অফিসার অ্যান্থনি রডরিগো, গ্রুপ ফিনান্সিয়াল কন্ট্রোলার ইয়াপ ওয়াই ইপ, ডিরেক্টর-স্পেশাল প্রজেক্টস মতিউল ইসলাম নওশাদ এবং এক্সপান্ড’র সিইও মোহাম্মাদ আসরি হাসান সাবরি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি