ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

একনীতির আলোকে মাদ্রাসা শিক্ষা নিশ্চিতের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ২০ এপ্রিল ২০১৭

কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি বাতিল করে একনীতির আলোকে মাদ্রাসা শিক্ষা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ধর্মভিত্তিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফিনের মাধ্যমে এই স্মারকলিপি দেন সংগঠনের নেতারা সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মতিন, সদস্য সচিব মোছাহেব উদ্দীন বখতিয়ারসহ অন্যরা এর আগে আদালত প্রাঙ্গনে সমাবেশে বক্তারা বলেন, সরকার কওমী মাদ্রাসাগুলোকে সনদ দেবে, কিন্তু নিয়ন্ত্রণ করবে না- এমন নীতি সম্পূর্ণ একপেশে কওমী সনদের স্বীকৃতি বাতিল এবং নতুন করে একনীতির আলোকে মাদ্রাসা শিক্ষা চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আহলে সুন্নাত নেতারা


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি