ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ সেনাকর্মকর্তা তানজিমের মা-বাবা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাকর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা প্রায় বাকরুদ্ধ, মা যাচ্ছেন মূর্ছা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

তানজিম নিহতের খবর এলাকায় জানাজানি হলে, তার টাঙ্গাইলের বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজনসহ এলাকাবাসি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের পিতা সরোয়ার জাহান প্রায় বাকরুদ্ধ। তিনি বলেন, সেই ছিল বাড়ির একমাত্র উপার্জন করার লোক। তাই আমি আজ অসহায়। আমি এই হত্যাকান্ডের দ্রুত বিচার ও ফাঁসি চাই। এইরকম মৃত্যু যেন আর কারো না হয়।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের মা নাজমা বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। তিনি বলেন, সরকারপ্রধান ও সেনাপ্রধানের কাছে আমি ছেলে হত্যার বিচার চাই। যারা তার সঙ্গে ছিল। তারা কেনো আমার ছেলেকে রক্ষা করতে পারলো না। তাদেরও বিচার চাই আমি। 

উল্লেখ্য, নিহত সেনাকর্মকর্তা তানজিমই বাবা-মায়ের একমাত্র ছেলে। তার একমাত্র বোন সুচি, তিনি ঢাকায় স্বামীসহ থাকেন।

ইতোমধ্যেই ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাস থেকে ঊদ্ধর্তন সেনা কর্মকর্তারা নিহত তানজিমের পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেলে বাদ আছর বোয়ালী মাদরাসা মাঠে জানাযা নামাজ শেষে মাদরাসা গোরস্থানে দাফন করা হবে। তবে, এখনও নিহত তানজিমের মরদেহ টাঙ্গাইলে পৌঁছায়নি। 

জানা যায়, কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন (বিএ-১১৪৫৩) নিহত হন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত ৮ জুন ২০২২ তারিখে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি