ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

একমাত্র রাষ্ট্রপতিই পারেন দণ্ডিত খালেদাকে ক্ষমা করতে: হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ২ সেপ্টেম্বর ২০১৮

সরকারের কাছে বিএনপি নেতাদের দলীয় চেয়ারপারসনের মুক্তি দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত কোনো কয়েদিকে রাজনৈতিকভাবে মুক্ত করার কোনো সুযোগ নেই। একমাত্র মহামান্য রাষ্ট্রপতিই পারেন তাঁকে সাধারণ ক্ষমা করতে।

আজ রোববার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমামদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

আদালতের বাইরে রাষ্ট্রপতিই পারেন খালেদা জিয়াকে মুক্তি দিতে মন্তব্য করে হানিফ বলেন, এক্ষেত্রে খালেদা জিয়াকে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছিলেন, এ ব্যাপারে তাঁর দলের নেতাকর্মীরা সুনিশ্চিত এবং তাঁরা ধরেই নিয়েছেন যে, আদালতের নির্দেশ প্রমাণ করতে পারবেন না বিধায় এখন তাঁরা রাজপথ দিয়ে বা রাজনৈতিকভাবে মুক্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় এলেও ইসলামের কল্যাণে তারা কোনো কাজই করেনি। ইসলাম যেন কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হতে না পারে, সে জন্য ইমামদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

নির্বাচন নিয়ে হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, তফসিল ঘোষণার পরই মনোনয়ন কারা পাচ্ছেন, তা চূড়ান্তভাবে বলা যাবে। আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে। ইতিমধ্যে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে তৃণমূলের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, দলের সভানেত্রী বিভিন্ন উইংস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। এই তালিকাও মোটামুটি প্রস্তুত আছে, আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থিতা প্রায় চূড়ান্ত করে ফেলেছে।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি