ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

‘একরাম নির্দোষ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৩ জুন ২০১৮ | আপডেট: ১৫:৪৫, ৩ জুন ২০১৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদকবিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফে নিহত পৌর কাউন্সিলর একরাম যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাঁকে যারা দোষী সাব্যস্ত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   

আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘যদি এটা তদন্তে প্রমাণিত হয় যে একরাম নির্দোষ, তাহলে তাঁকে দোষী যারা সাব্যস্ত করেছে, তারাই দোষী হিসেবে সাব্যস্ত হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’

এ সময় বিএনপিতেও কোনো মাদকের গডফাদার আছে কি না, তা খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সংসদ সদস্য আবদুর রহমান বদি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বদির মতো আরো কত বদি এ দেশে আছে। বদি মাদকের গডফাদার, আপনি কি সরাসরি এভাবে কথা বলতে পারেন? প্রমাণ কী? প্রমাণিত হলে বদিকেও ছাড় দেওয়া হবে না।’

তবে শুরু থেকেই একরাম হত্যার প্রতিবাদ জানিয়ে আসছিলেন নিহত কাউন্সিলর একরামুলের স্ত্রী ও পরিবারের সদস্যরা। সম্প্রতি একটি অডিও প্রকাশ পাওয়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইতে শুরু করে।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি