ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

(ভিডিও)

একরামের ঘটনায় জড়িতদের ছাড় নয় : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ২ জুন ২০১৮ | আপডেট: ১৫:১৩, ২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’একরামুল হক নিহত হওয়ার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে, তার যথোপযুক্ত বিচার হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআরটিসির মহিলা বাস সার্ভিস উদ্বোধনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় সেতুমন্ত্রী `দোলন চাঁপা` বাস সার্ভিস সম্পর্কে বলেন, বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।
প্রসঙ্গত, সম্প্রতি কক্সবাজারের টেকনাফে কথিক বন্দুকযুদ্ধে প্রাণ হারাণ স্থানীয় কাউন্সিলর একরামুল হক। তার পরিবারকে এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে।


/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি