ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

একশ’ কেজির বাঘাইড়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

মাছ না হাতি! পাক্কা ১০০ কেজি ওজন। এমন প্রকান্ড রাজকীয় এক বাঘাইড় উঠেছে বগুড়ার পোড়াদহের মেলায়। বিক্রেতা মাছটির দাম হাঁকছেন ১ লাখ ২০ হাজার টাকা।
আঁকাবাঁকা বহমান ইছামতী নদী। পাশেই মহিষবান গ্রাম। ভোর থেকে নদীর তীরজুড়ে মানুষের ঢল। আজ বুধবার সেখানেই বসেছে ঐতিহ্যবাহী ওই মাছ মেলা।
শুধু একশ’ কেজির বাঘাইড়ই নয়, আরও দুটি বিশাল বাঘাইড় নিয়ে এসেছেন শখের মাছ বিক্রেতা গাবতলী উপজেলার চকমরিয়া গ্রামের লাল মিয়া । পেশায় তিনি শহরে ডাব বিক্রেতা। তিনি বলেন, লাভের আশায় পদ্মা নদীর গোয়ালন্দ ঘাট এলাকা থেকে তিনটি মাছ কিনে এনেছেন। অন্য দুটির ওজন ৮৫ ও ৪০ কেজি করে। কেউ একা না কিনলে কেটে কেটে মাছটি বিক্রি করবেন তিনি। প্রতি কেজি মাছের দাম হাঁকছেন ১ হাজার ২০০ টাকা।
গোলাবাড়ির মরিয়া গ্রামের প্রবীণ ব্যক্তি রেজাউল বারী জানান, মাঘ মাসের শেষ দিকে বা ফাল্গুনের প্রথম বুধবার পোড়াদহের মেলা বসে। মেলার প্রধান আকর্ষণ শত কেজি ওজনের বাঘাইড়। এ ছাড়া এসেছে চিতল, বোয়াল, আইড়, বাউশ, রুই, মৃগেল, কাতলসহ নদীর অনেক মাছ।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি