ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একসঙ্গে ৪টি দল ঘোষণা করল ভারত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ৩১ অক্টোবর ২০২২

টিম ইন্ডিয়া

টিম ইন্ডিয়া

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফর করবে ভারত দল। নিউজিল্যান্ড সফরে খেলবে সীমিত ওভারের সিরিজ। আর বাংলাদেশ সফরে খেলবে টেস্ট ও একদিনের সিরিজ। 

এই দুই সফরের জন্য সোমবার (৩১ অক্টোবর) চারটি আলাদা দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

ঘোষিত নিউজিল্যান্ড সফরের দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে বিশ্বকাপ দলের অনেককেই। বদলে গেছে অধিনায়কও। টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজে দু’জন পৃথক নেতা বাছলো বিসিসিআই। বাংলাদেশ সফরে অবশ্য পুরো দলকেই বেছে নেয়া হয়েছে।

তাহলে একনজরে দেখে নিন, নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ভারতের ভিন্ন ভিন্ন চারটি দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল: 
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্ট, শুভমন গিল, ঈশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, হার্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার এবং উমরান মালিক।

কিউয়িদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল: 
শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পন্ট, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্ট, ঈশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পণ্ট, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি