ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

একসঙ্গে ৫ নারী বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টে ইতিহাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১০ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৬:১০, ১০ অক্টোবর ২০২৪

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথমবারের মতো ৫ নারী আইনজীবী একসঙ্গে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। এতে দেশের সর্বোচ্চ আদালতে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ৫ নারীর একসঙ্গে বিচারপতি হওয়ার ঘটনা সুপ্রিম কোর্টের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। 

নতুন নিয়োগ পাওয়া ৫ নারী বিচারপতি হলেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকা, বিচারপতি তামান্না রহমান ও বিচারপতি সাথিকা হোসেন।

গতকাল বুধবার (৯ অক্টোবর) নতুন নিয়োগপ্রাপ্ত ২৩ বিচারপতির মধ্যে ৫ জনের নারী বিচারপতির এ সংখ্যাকে সাধুবাদ জানিয়েছেন বহু জ্যেষ্ঠ আইনজীবী। কর্মদক্ষতা ও মেধার বলে এই নারী বিচারপতিরা এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় এতে অন্য নারীরাও অনুপ্রাণিত হবেন বলে মনে করেন তারা। সুপ্রিম কোর্টের ইতিহাসে এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তাদের অনেকেই।

গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি