ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একা পেলেই উইন্সটন অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করত : কেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ১৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:১৭, ১৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

শোবিজ জগতে বর্তমানে খবরের শীর্ষে রয়েছে হলিউডের পরিচালক প্রযোজক হার্ভে উইন্সটনের চাঞ্চল্যকর যৌন হয়রানির খবর শাস্তিস্বরূপ হার্ভেকে ইতিমধ্যে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অস্কারের বিচারক প্যানেল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ নিয়ে হলিউডের তোলপাড় চলছে। এবার হার্ভের বিরুদ্ধে মুখ খুললেন টাইটানিক ছবির নায়িকা ও অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। তিনি বলেন, হার্ভের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরেই আমার প্রথমে শোবিজে আসা। আমাকে একা পেলেই অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করতেন হার্ভে। আমাকে উত্যক্ত করতেন। প্রায়ই বলতেন, ভুলে যেও না তোমাকেই আমি প্রথম সুযোগ দিয়েছি। তোমার ওপর আমার অনেক দাবি আছে।

কেট বলেন, হার্ভে অস্কার প্রাপ্ত ছবি ‘দ্য রিডার’র প্রযোজনাও করেছিলেন। তিনি অস্কার পাইয়ে দেয়ার বিনিময়ে সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কেট রাগের সঙ্গেই তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এরপর থেকে তিনি হার্ভেকে এড়িয়ে চলতেন।

এর আগে অ্যাঞ্জেলিনা জোলি, ইভাগ্রিন, ঐশ্বরিয়া রাই হার্ভের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন।

 

আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি