ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

‘একা মেসিকে দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ১৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৩৬, ১৩ এপ্রিল ২০১৮

আক্ষেপ মেটানোর সুবর্ণ সুযোগ এসেছিল ২০১৪ সালের বিশ্বকাপে। যদিও জার্মানির বিপক্ষে ফাইনালে হেরে উল্টো যন্ত্রণা আরও বেড়েছে লিওনেল মেসির। সামনে আরেকটি সুযোগ আর্জেন্টাইন অধিনায়কের। তবে সতীর্থদের সমর্থন ছাড়া মেসির একার পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব নয় বলে জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া।

সামনের জুনে রাশিয়ায় বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর। ৩০ বছর পেরিয়ে যাওয়া মেসির শেষ বিশ্বকাপ হিসেবে ধরা হচ্ছে যে আসরটিকে। বার্সেলোনা ফরোয়ার্ডের দুর্দান্ত ফর্ম এবারও আশা দেখাচ্ছে আর্জেন্টাইনদের। তবে মেসির একার পক্ষে ফুটবল মহাযজ্ঞ জেতা সম্ভব নয় বলে মনে করছেন তাপিয়া। তার মতে, এজন্য সমর্থন দরকার দলের খেলোয়াড়দের।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’কে এএফএ প্রধান বলেছেন, ‘আমাদের দলে আছে বিশ্বসেরা খেলোয়াড়, তবে তাকে আমাদের সাহায্য করতে হবে। লিও একা কিছু করতে পারবে না। বিশ্বকাপ জেতা হয়নি বলে পেলে ও ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে মেসিকে সর্বকালের সেরাদের কাতারে রাখতে রাজি নন অনেকেই। এই দুই কিংবদন্তি জাতীয় দলের জার্সিতে সাফল্য পেলেও মেসি বিশ্বকাপ তো দূরে থাক, আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্তও কোনও শিরোপাই জিততে পারেননি!

 গত বিশ্বকাপের পর দুইবার কোপা আমেরিকার ফাইনালে উঠলেও মেসিকে ফিরতে হয়েছে খালি হাতে। ব্রাজিল বিশ্বকাপ শেষে আলেহান্দ্রো সাবেইয়া দায়িত্ব ছাড়ার পর তিনবার কোচ বদল করেছে আর্জেন্টিনা। জেরার্দো মার্তিনো, এদগার্দো বউসার পর এখন দায়িত্বে আছেন হোর্হে সাম্পাওলি। তবে ভবিষ্যতে কোচ বদলের এমন ঘটনা দেখা যাবে না বলে জানিয়েছেন তাপিয়া, ‘আমরাই একমাত্র দল, যারা তিন কোচ নিয়ে বিশ্বকাপে পৌঁছেছি। অথচ অন্য দলগুলো গত চার বছর ধরে একই কোচ নিয়ে কাজ করেছে।  

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি