একাকিত্ব দূর করতে জড়িয়ে ধরার চাকরি, প্রতি ঘণ্টায় খরচ কত জানেন?
প্রকাশিত : ১৯:২৭, ১১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:৩৬, ১৮ নভেম্বর ২০১৮
আপনি কি একাকিত্ব অনূভব করেন? সঙ্গী দূরে থাকে? মন খারাপ হলে আলিঙ্গন করার কেউ নেই? তা হলে এই পরিসেবা শুধুই আপনার জন্য।
জড়িয়ে ধরার চাকরি এখন বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রচলিত।
প্রথমে নিউইয়র্ক দিয়ে শুরু হলেও এখন আমেরিকা তো বটেই অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই সেবা।
প্রথমে একাকী মহিলাদের জন্য চালু হলেও পরে তা পুরুষ ও নারী দুই ক্ষেত্রেই চালু হয়। সম্পর্কে থাকলেও যারা একা, স্বামী বা স্ত্রী কাজের জন্য বাইরে, কিংবা সম্পর্কে নেই, তাঁদের কথা মাথায় রেখেই এই ‘কাডলিং সার্ভিস’ শুরু।
সমাজতাত্ত্বিক, মনোবিদরা বলছেন, আলিঙ্গন মনখারাপ কিংবা একাকিত্ব দূর করার সবচেয়ে বড় ওষুধ।
বছর দু’য়েক আগে এই পরিসেবা প্রথম চালু হয় নিউ ইয়র্কে। তখন দর ছিল ঘণ্টা প্রতি ৫৮০০ টাকা।
অস্ট্রেলিয়াতে এর খরচও মোটামুটি একই। এই পরিসেবা নেওয়া গ্রাহক বছর একচল্লিশের মহিলা সাসকিয়া ফ্রেডেরিকস বলেন, মাসে মাত্র কয়েক দিন তাঁর স্বামী সঙ্গে থাকেন। একাকিত্ব বোধ করেন। তাই স্বামীর সঙ্গে পরামর্শ করেই এমনটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সূত্র : আনন্দবাজার।
/এআর /