ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

রাতে মাঠে নামছে মোস্তাফিজের মুম্বাই

একাদশে মোস্তাফিজ নাকি বেন কাটিং?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ১ মে ২০১৮

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ানস। নামে মোস্তাফিজের বললেও আজকের ম্যাচে মূল একাদশে থাকা নিয়ে সংশয় আছে এই কাটার মাস্টারের। আগের ম্যাচে পেসার বেন কাটিং এর কাছে জায়গা হারিয়েছিলেন তিনি।

ভালো বোলিং এর পাশাপাশি প্রয়োজনের মুহুর্তে খারাপ বলে রান দিয়ে দলচ্যুত হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ৭ ম্যাচের প্রথম ৬টিতেই খেলেছিলেন বাংলাদেশের মোস্তাফিজ। তবে ডট বলসহ উইকেট নেওয়ার মত ভালো বল যেমন করেছেন তেমনি একটানা রান দিয়েছেন মোস্তাফিজ।

উপরন্তু মারকুটের এই খেলায় ব্যাট হাতে অনেকটাই অসহায় মোস্তাফিজ। নিজের খেলা শেষ ম্যাচে ব্যাট হাতে ক্রিজে নেমেছিলেন তিনি। সবদিক বিবেচনা করে দলের সপ্তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বেন কাটিংকে নিজের জায়গাটি ছেড়ে দিতে হয় মোস্তাফিজকে। আট নম্বরে ঝড়ো ইনিংস খেলার সক্ষমতা আছে বেন কাটিং এর।

এসব দিক বিবেচনায় আজকের ম্যাচেও মোস্তাফিজকে ছাড়াই মুম্বাই মাঠে নামবে এমনটাই ধারণা করা হছে। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিক ইনফো তাদের তৈরি মুম্বাই ইন্ডিয়ানসের সম্ভাব্য একাদশে জায়গা দেয়নি মোস্তাফিজকে।

তবে একটু ভিন্ন বিশ্লেষণে বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে নীল জার্সি গায়ে মোস্তাফিজকে আবারও দেখতে পারে তাঁর ভক্তরা। আরেক জনপ্রিয় পোর্টাল ক্রিক বাজ তাদের বিশ্লেষনে সম্ভাব্য একাদশে জায়গা দিয়েছে মোস্তাফিজকে।

নিজেদের আগের ম্যাচে চেন্নাই এর বিপক্ষে মাত্র দুই উইকেট হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। সে কারণে বেন কাটিং এর ব্যাটিং দেখা হয়নি সেদিন উপরন্তু নিয়মিত বোলার মোস্তাফিজের ‘রিপ্লেস’ হিসেবে আসা বেনকে দিয়ে করানো হয়েছে মাত্র ১ ওভার। তাও ষষ্ঠ বোলার হিসেবে। তাই বোলার হিসেবেও দলের পরিকল্পনায় খুব একটা গুরুত্ব যে বেন পাচ্ছেন না টা একরকম নিশ্চিত।

এর আগেও একবার দলে জায়গা হয়েছিল বেন কাটিং এর। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সে ম্যাচে ব্যাট হাতে ৯ বলে ৯ রান করেছিলেন এই বোলার কাম ব্যাটসম্যান। তবে ৪ ওভার বল করে রান দিয়েছেন ৪০ রান; উইকেট পাননি একটিও। সেই ম্যাচেই দূর্দান্ত পারফর্ম করেছিলেন মোস্তাফিজুর। ৪ ওভারে ২৪ রান করে নিয়েছিলেন ৩ উইকেট।

তাই ধারণা করা হচ্ছে, হেড টু হেড বিবেচনায় বেনের পরিবর্তে আজ দলে জায়গা হতে পারে মোস্তাফিজের।

নিজেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে কার ওপরে দল শেষ পর্যন্ত আস্থা রাখবেন তা জানতে টিভির পর্দায় চোখ রাখতে হবে ৮টা পর্যন্ত।

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি